নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা থেকে প্রকাশিত নিউজ প্রিন্ট পত্রিকা “সাপ্তাহিক ইউনানী কণ্ঠ”র মেহেরপুর প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন এম. সোহেল রানা।
সোমবার (১লা মার্চ-২০২১ইং) সন্ধ্যায় “সাপ্তাহিক ইউনানী কণ্ঠ”র সম্পাদক ও প্রকাশক ডাঃ আক্তার হোসেন স্বাক্ষরিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্পাদক কর্তৃক প্রদানকৃত-সিলেট জেলা থেকে প্রিন্ট পত্রিকা “সাপ্তাহিক ইউনানী কন্ঠ” এর মেহেরপুর প্রতিনিধি হিসাবে নিয়োগপত্র সাপ্তাহিক ইউনানী কণ্ঠ পত্রিকাসহ প্রেস আইডি কার্ড, ফিতা (পরিচয় পত্র) হাতে পেয়েছে। সিলেট থেকে প্রকাশিত “সাপ্তাহিক ইউনানী কন্ঠ” পত্রিকাটি রেজি নং-১১৬ এবং সু-নামের সহিত ৯ম বর্ষে পদার্পণ করেছে। এম. সোহেল রানা নিয়োগপত্র, আইডি কার্ড হাতে পেয়ে সকলের নিকট সু-পরামর্শ সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।