-এম.সোহেল রানা; মেহেরপুর প্রতিনিধিঃ প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) রুখতে সারাদেশ ব্যাপী শুরু হয়েছে টিকাদান। সেই ধারা বাহিকতায় মেহেরপুরে নিবন্ধন করে ১ম ডোজ টিকা গ্রহণ করলেন ষাটের দশকের তুখোড় জননেতা মেহেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আনছার-উল-হক।
তিনি জানান- করোনা ভাইরাসের টিকা নির্ভয়ে সকলে গ্রহণ করা যায়, আমিও টিকা গ্রহণ করেছি এবং আপনারা সকলকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করে টিকা গ্রহণ করবেন বলে সকলের প্রতি আহবান জানায়।
বুধবার(১০ফেব্রুয়ারি-২০২১ইং) সকাল ১১টার সময় মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিন নম্বর বুথ এ টিকা গ্রহণ করেন। মেহেরপুর সরকারি হাসপাতালে খোঁজ নিয়ে দেখা গেছে পাঁচটি বুথে একযোগে করোনার টিকা প্রদান করা হচ্ছে। করোনা (কোভিড-১৯) টিকার জন্য অনলাইনে নিবন্ধন করে বিভিন্ন পেশাজীবি মানুষ এ টিকা আনন্দ ঘন পরিবেশে গ্রহণ করছে।