মেহেরপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব র্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন, যুব ঋণের চেক, সনদপত্র ক্রেস্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন( জুমের মাধ্যমে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফিরোজ আহম্মেদ। মাসুদুর রহমান নোভেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী উদ্দোক্তা রেহেনা মান্নান, প্রশিক্ষিত যুবক মিজানুর রহমান, সুমাইয়া জাফরিন, যুব কাউন্সিলর নিশাত আফরিন। পরে প্রশিক্ষিত যুবকের মাঝে যুব ঋণের চেক, সনদপত্র ক্রেস্ট ও পুরস্কার বিতরণ ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এদিকে এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদের নেতৃত্বে র্যালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় চত্বর থেকে শুরু করে পুলিশ লাইন ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।