মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খানের কুতুবপুর ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওঃ কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম মাস্টার, কুতুবপুর ইউনিয়নের আমীর ইমদাদুল হক, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন। এ ছাড়াও এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।