আজ ২৯ অক্টোবর রবিবার হরতাল পরিস্থিতিতে মেহেরপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম হাত নিয়েছে। সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলার তিনিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে (ওজোপাডিকো লি: পল্লীবিদ্যুৎ, নতুন বাসস্ট্যান্ড মোড়) ১৫ জন সদস্যের একটি সশস্ত্র টিম মোতায়েন করা হয়। এ টিমের মধ্যে ৯ জন বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার ও ৬ জন বিভিন্ন পদবির অঙ্গীভূত আনসার রয়েছেন। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে রেঞ্জ কমান্ডার, খুলনা রেঞ্জ, খুলনা’র নির্দেশনা মোতাবেক এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে চলমান পরিস্থিতে আইন-শৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।