মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মেহেরপুর জেলা আহবায়ক কমিটির পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্প মাল্য ও মোটরসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর থেকে একটি মোটরসাইকেল রেলী বের হয়ে মুজিবনগর স্মৃতিসৌধের গিয়ে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সাকিল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান শাহরিয়ার, জয়নাল আবেদীন, সদস্য সচিব মফিজুর রহমান সহ সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য গতকাল রাতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দেন।