বিদেশ থেকে অনলাইনে মেহেরপুরে ইংরেজি শিক্ষার আলো ছড়াচ্ছেন সোহেল রানা বিশ্বাস
ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। সারা পৃথিবীতে এ ভাষার ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এ ভাষার গুরুত্ব অপরিসীম। ইংরেজি শিখতে হলে যেমন একজন ভালো শিক্ষকের প্রয়োজন ঠিক তেমনি আগ্রহী শিক্ষার্থীরও প্রয়োজন। আর সেই আগ্রহ সৃষ্টি করতে পারে একজন ভালো ও পরিশ্রমী শিক্ষক এবং ভালো ইংরেজি জানে এমন ব্যক্তি। যাই হোক, শিক্ষার্থীদের মাঝে ইংরেজি শিক্ষার আগ্রহ সৃষ্টি করে একটি প্রদীপ থেকে হাজার প্রদীপ ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ঐতিহাসিক মেহেরপুর মুজিবনগরের কৃতিসন্তান সোহেল রানা বিশ্বাস।
সোহেল রানা বিশ্বাস ইতালি অবস্থানরত থেকে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে অনলাইনে সম্পূর্ণ ফ্রি ইংলিশ বিষয়ে পাঠদান করিয়ে আসছেন এবং সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন বিপদগ্রস্ত অভিবাসিদের, অর্থনৈতিক সহযোগিতাসহ , ইমিগ্রেশন ও চাকুরীর বিষয়ে পরামর্শমূলক সেবা দেন।সোহেল রানা বিশ্বাস মেহেরপুর জেলার শালিকা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। নিজ গ্রামেই প্রাইমারী স্কুল শেষে, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক যথাক্রমে শালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সহিউদ্দীন ডিগ্রী কলেজ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর উচ্চ শিক্ষার জন্য চলে আসেন সাইপ্রাসে অবস্থিত ফিলিপ্স ইউনিভার্সিটিতে। নিজের কৃতিত্বপূর্ণ রেজাল্টের জন্য স্কলারশিপ নিয়ে, পাবলিক রিলেশনস এ্যান্ড মার্কেটিং সাবজেক্টে ব্যাচেলর ও মাস্টার্স অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনস (এম বি এ) সমাপ্ত করেন। তিনি এ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এ্যাকাউন্টিংয়ে (এ আই এ) অধ্যায়ন করে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। সাবেক এই শিক্ষার্থী সাইপ্রাসে ফিলিপ্স ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ছিলেন। সাইপ্রাসের প্রাণকেন্দ্র রাজধানী নিকোশিয়ায় অবস্থিত ফিলিপ্স ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের উজ্জল মুখ, বাংলাদেশী মেধাবী শিক্ষার্থী সোহেল রানা বিশ্বাস। তিনি ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। সকল শিক্ষকদের স্নেহ এবং ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীর মন জয় করে কৃতিত্বের সাথে তিনি এ সাফল্য অর্জন করেন। অভিবাসী স্টুডেন্টবান্ধব এ প্রতিষ্ঠানটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে যথেস্ট সুনাম এবং দায়িত্বের সাথে শিক্ষাকার্যক্রম চালিয়ে আসছে। তাই এ প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় রয়েছে। সোহেল রানা বিশ্বাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে গাংনী, মুজিবনগর এবং মেহেরপুরের সাধারণ মানুষ।