দশটি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত, ঢাকাস্থ বসবাস কারী দের নিয়ে খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন হিসেবে বিগত ১৭ বছর ধরে পরিচালিত হয়ে আসছে, গত কমিটির মেয়াদ শেষ হওয়ার কারনে দীর্ঘদিন ধরে যারা এই সংগঠনের সাথে জড়িত তাদের কে নিয়ে সাবেক মহাসচিব, ডাক্তার এম সাইফুল আলম, মিরপুর ১ নং একটি রেস্টুরেন্টে জরুরি সভার আয়োজন করেন,২১ সদস্য বিশিষ্ট সদস্য দের নিয়ে দীর্ঘ দুই ঘন্টা আলোচনা চলে, আলোচনা শেষে সবার মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গৃহীত হয় যে এখন ৯ সদস্যদের নিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হবে এই আহবায়ক কমিটি আগামী তিন মাস সদস্য সংগ্রহ করে আগামী ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে পিকনিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, এবং সেই পিকনিক অনুষ্ঠানের দিন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, তাই সভায় সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কুষ্টিয়া মেহেরপুর জেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ব্যাবসায়ী ও বিশিষ্ট সাংবাদিক ,১৫ বছরের মিডিয়া ভুক্ত দৈনিক বাংলার ডাক ,পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক ও ৪৩ বছরের ঐতিহ্যবাহী গণমাধ্যম সংগঠন গভ: রেজিস্ট্রেশন নং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু কে আহ্বায়ক হিসাবে ঘোষণা করেন। নিম্নে তালিকা প্রকাশ করা হলো: ১, আহবায়ক:, লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু
২, যুগ্ম আহ্বায়ক: মোঃ রিয়াজ উদ্দিন
৩, যুগ্ম আহ্বায়ক:এস এম মোর্তজা আহমেদ বুলবুল,
৪,সদস্য সচিব: ডাক্তার এম সাইফুল আলম,
৫, সদস্য: সেরাজুস সালেহীন তৌহিদ,৬, সদস্য :মোঃ কাউছার বাচ্ছু, ৭, সদস্য: ডাক্তার মুহায়মিনুল বিপ্লব,৮, সদস্য: মোঃ কামরুজ্জামান,৯, সদস্য:এ্যাডভোকেট মোঃ আকতার হোসেন, আহবায়ক কমিটি ঘোষণার পর আহবায়ক লায়ন হেলাল উদ্দিন হিলু ও সদস্য সচিব ডাক্তার এম সাইফুল আলম, সহ তাদের বক্তব্যে বলেন আমরা সবাই ঢাকায় বসবাস কারী খুলনা বিভাগ এর দশটি জেলার ভাই বোন দের নিয়ে সদস্য সংগ্রহ অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ