“গাছ লাগান পরিবেশ বাঁচান,” এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে মায়ের বাড়ি প্রকল্পের বকুলচুড়া পথ বাগানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় ভৈরব নদের পাড় দিয়ে এই বকুলচুড়া পথে বাগানের উদ্বোধন করা হয়। আমেরিকান প্রবাসী মাসুম বিল্লাহ এর সহযোগিতায় জেড কোচিং সেন্টারের শিক্ষার্থীবৃন্দ আয়োজনে এ বকুলচুড়া পথ বাগানের উদ্বোধন করা হয়। জেড কোচিং সেন্টার এর পরিচালক এম এস জামান, কোচিং এর সাবেক শিক্ষার্থী রতন, শিক্ষার্থী সাব্বির সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত থেকে বাগানের উদ্বোধন করেন।