মেহেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় বিমা দিবস। শুক্রবার সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামীম হোসেন এর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি হতে একটি বর্ণাঢ্য র্যালি বাদ্যের তালে তালে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, রনি খাতুন, আবীর হোসেন এছাড়াও বীমা কর্মকর্তা মনিরুল ইসলাম, রাফিউল ইসলাম, ইয়াছিন আলি, আছিয়া খাতুন সহ বীমা উপকারভোগীদের মধ্যে ফাহিমা খাতুন,খালেদা খাতুন ও ফাহিমা আক্তার বক্তব্য রাখেন এসময় বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা এজেন্ট সহ বীমা গ্রাহকগণ উপস্থিত ছিলেন।