গাংনীর কাথুলী বাজারে জনসচেতনতা সৃষ্টি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
চলমান কঠোর লকডাউন শিথিল হওয়ায় জনসমাগম বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই জনসাধারণের মধ্যে অসচেতনতা পরিলক্ষিত হওয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার আশংকায় কাথুলী বাজারে জনসচেতনতা সৃষ্টি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সদস্য, মেহেরপুর জেলা করোনা প্রতিরোধে নিয়োজিত স্বেচ্ছাসেবক কমিটির সদস্য মোঃ আব্দুল হাকিম নেতৃত্বে । মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, করোনা প্রতিরোধে নিয়োজিত স্বেচ্ছাসেবক কমিটির আহ্বায়ক মুন্তাসির জামান মৃদুল ও গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি করোনা প্রতিরোধে নিয়োজিত স্বেচ্ছাসেবক কমিটির সচিব আমিনুল ইসলাম সেন্টু ভাইয়ের দিকনির্দেশনায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। বিকাল পাঁচটার সময় ১নং কাথুলী ইউনিয়ন,কাথুলী বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় এ সময় অংশগ্রহণ করেন ১নং কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। মেহেরপুর জেলা ছাত্রলীগের সদস্য মোঃ আব্দুল হাকিম বলেন কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে মাস্ক ও সাধারণ জনগণের মাঝে সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন সেলিম মাহম্মুদ সোহেল রানা, আফাজ খান, সেন্টু শা, জুয়েল, লিজন, মানিক, সবুজ , মামুন, প্রমুখ।