নিজস্ব প্রতিবেদক ; এম. সোহেল রানাঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ উপলক্ষে খুলনার ”বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি”র উদ্যোগে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ খুলনা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা সৃজনশীল সাহিত্য বিকাশে…. “মোমেনশাহী দর্পণ”কে বর্ষসেরা-২০২০ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।শনিবার(৬ফেব্রুয়ারি-২০২১)বিকাল ৪টার সময় তিলোত্তমা নগরী খুলনার প্রাণকেন্দ্র ঐতিহাসিক বি এম এ ভবনের জমকালো হলরুমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি’র উদ্যোগে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মোমেনশাহী দর্পণ কে বর্ষসেরা ২০২০ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ।বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা শেখ আজগর হোসেনসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথি খুলনা মহানগরের মুক্তিযুদ্ধা কমান্ডার প্রফেসর আলমগীর কবির ও বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কবি গুল আফরোজ আহমদের নিকট থেকে মোমেনশাহী দর্পণ এর পক্ষে সম্মাননা গ্রহন করছেন মোমেনশাহী দর্পণের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মোঃ জুবায়েদ হোসেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ শাহিন, তোফায়েল আহমেদ, রফিকুল ইসলাম মুন্না, মেশকাত হোসেন, কে এম সেলিম, ইমন হোসেন, হাসান মাহমুদ, শামিম আহমেদ প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।