এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ডেস্কে (ডেডিকেটেড ডেস্ক) পাঠাতে হবে। অধ্যক্ষরা শিক্ষার্থীদের যে কোনো আবেদনের বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই করে তা পাঠাবেন ও দ্রুততম সময়ের মধ্যে তার নিষ্পত্তি করা হবে।
পরীক্ষা/ভর্তি/ফলাফল/রেজিস্ট্রেশন প্রভৃতি সংক্রান্ত যে কোনো তথ্য শিক্ষার্থীরা স্ব-স্ব কলেজের অধ্যক্ষ বা কলেজ অফিস থেকে জানতে পারবে।
এ ক্ষেত্রে প্রয়োজনে অধ্যক্ষ বা কলেজ অফিস বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের ডেডিকেটেড ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করবেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস সংলগ্ন সভাকক্ষে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে ভিসির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কলেজগুলোর শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা, বিশ্ববিদ্যালয়ের কাজের বিকেন্দ্রীকরণ, শিক্ষার্থীদের সেশনজট নিরসন ও সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আজিজ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, সাত কলেজের অধ্যক্ষরা এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী।
অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে ফের আন্দোলন : রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে ফের আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এতে সমর্থন দিয়েছে ডাকসু এবং ছাত্রলীগের নেতারা।