গুপ্তচরবৃত্তির সন্দেহে তুরস্কের কারাগারে আটক সংযুক্ত আরব আমিরাতের দুই কারাবন্দির একজন আত্মহত্যা করেছেন। সোমবার দেশটির বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তুরস্কের একজন সিনিয়র কর্মকর্তা জানায়, ১৯ এপ্রিল তাদের দুজনকে গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক করা হয়েছে। তুরস্কের তদন্তে দেখা গেছে, তাদের একজন সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির হত্যার সঙ্গে জড়িত ছিল।
বিচার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়, সন্দেহভাজন আত্মহত্যা করেছে। আর বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত বছরের অক্টোবরে তাদের দুজনের একজন তুরস্কে আসেন, এরপর ইস্তানম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। ওই সময় তাকে আটক করা হয়। এরপর তার অপর কলিগ তাকে সহযোগিতার জন্য আসে।
তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজন্সি জানায়, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক, রাজনৈতিক এবং সামরিক গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তাদেরকে পশ্চিম ইস্তানবুলের সিলিভরি কারাগারে রাখা হয়েছিল।
সৌদি সাংবাদিক জামাল খাশোগি ওয়াশিংটন পোস্টে কলাম লেখক ছিলেন। তিনি গত বছরের ২ অক্টোবরে ইস্তানবুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে ঢুকে নিখোঁজ হন। পরবর্তীতে জানা যায় সেখানে তিনি খুনের শিকার হয়েছিলেন।