ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগ। রবিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পুস্পমাল্য অর্পন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এমএ খালেক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্নন চক্রবর্তী, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মিদুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারিকুল ইসলাম লিজন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক শাকিল আহমেদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।