হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মেহেরপুর শিবালয় সারস্বত আশ্রমে বিভিন্ন মন্দিরে কর্মরত সেবায়েতদের ৯ দিন ব্যাপী প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষনে ধর্ম জ্ঞান, নিত্যকর্ম, মূল্যবোধ, নৈতিকতা, গৃহপালিত পশু পালন, কৃষি-মৎস্য চাষ,বনায়ন ইত্যাদি বিষয়ে সম্যক ধারনা প্রদান করা হয়। ৯ দিন ব্যাপী প্রশিক্ষনের আজ ছিল শেষ দিন। আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের হাতে আজ সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের মাননীয় ট্রাস্টি জনাব সত্যানন্দ দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব ও ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সিনিয়র টেকনিক্যাল অফিসার ডক্টর অশোক চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য এডভোকেট বিমল বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক মাধব চন্দ্র ভাস্কর, সদস্য সচিব সুব্রত সাহা বাপ্পা। জুনিয়র কনসালটেন্ট ছন্দ প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুনিয়র কনসালটেন্ট মুক্তি গয়ালি। অনুষ্ঠানে গাংনী পুজা পরিষদের পক্ষে মহাদেব চন্দ্র দাস, মেহেরপুর পৌর পূজা পরিষদের পক্ষে বিশ্বনাথ সাহা, মুজিবনগর পুজা পরিষদের পক্ষে ধীরেন্দ্র নাথ হালদার বক্তব্য প্রদান করেন।