দীপিকা পাড়ুকোনের ভক্তদের কাছে একটা প্রশ্ন। বলুন তো, আপনার প্রিয় এই তারকার কোথায় জন্ম? সঠিক উত্তর, ডেনমার্কের কোপেনহেগেনে। জন্মের এক বছর পর ভারতে আসেন বলিউডের এই ‘মোস্ট ওয়ান্টেড’ তারকা। দীপিকা পাড়ুকোন এবার লোকসভা নির্বাচনে ভোট দিতে ‘পারবেন’ নাকি ‘পারবেন না’, তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। কেউ কেউ ভেবেছেন, আরও কয়েকজন বলিউড তারকার মতো তিনিও ভোট দিতে পারবেন না।
‘ছপাক’ ছবির শুটিংয়ের এক ফাঁকে তা নিয়ে কথা বললেন দীপিকা পাড়ুকোন। ডেনিস পাসপোর্ট আর নাগরিকত্ব থাকলেও স্পষ্ট করে দিলেন, সবই গুজব। জোর গলায় বললেন, তিনি ভারতের পাসপোর্টধারী এবং তিনি একজন ভারতীয় নাগরিক। অন্য সব নাগরিকের মতো তাঁরও ভোট দেওয়ার পূর্ণ অধিকার আছে। তিনি তাঁর সেই নাগরিক অধিকার প্রয়োগ করে ভোট দেবেন। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ভারতের পাসপোর্ট আছে। যে যা-ই বলুক না কেন, আমি একজন গর্বিত ভারতীয়।’
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোনের ভক্তদের কাছে একটা প্রশ্ন। বলুন তো, আপনার প্রিয় এই তারকার কোথায় জন্ম? সঠিক উত্তর, ডেনমার্কের কোপেনহেগেনে। জন্মের এক বছর পর ভারতে আসেন বলিউডের এই ‘মোস্ট ওয়ান্টেড’ তারকা। দীপিকা পাড়ুকোন এবার লোকসভা নির্বাচনে ভোট দিতে ‘পারবেন’ নাকি ‘পারবেন না’, তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। কেউ কেউ ভেবেছেন, আরও কয়েকজন বলিউড তারকার মতো তিনিও ভোট দিতে পারবেন না।
‘ছপাক’ ছবির শুটিংয়ের এক ফাঁকে তা নিয়ে কথা বললেন দীপিকা পাড়ুকোন। ডেনিস পাসপোর্ট আর নাগরিকত্ব থাকলেও স্পষ্ট করে দিলেন, সবই গুজব। জোর গলায় বললেন, তিনি ভারতের পাসপোর্টধারী এবং তিনি একজন ভারতীয় নাগরিক। অন্য সব নাগরিকের মতো তাঁরও ভোট দেওয়ার পূর্ণ অধিকার আছে। তিনি তাঁর সেই নাগরিক অধিকার প্রয়োগ করে ভোট দেবেন। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ভারতের পাসপোর্ট আছে। যে যা-ই বলুক না কেন, আমি একজন গর্বিত ভারতীয়।’
দীপিকা পাড়ুকোন এখন দিল্লিতে ‘ছপাক’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এখানে তাঁর সঙ্গে আছেন বিক্রান্ত মাসসি। কিছুদিন আগে দীপিকা আর বিক্রান্তর শুটিংয়ের একটি চুম্বন দৃশ্য অবিশ্বাস্য দ্রুততায় ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। এই ঘটনায় ছবির পরিচালক মেঘনা গুলজার খুবই মর্মাহত। কারণ, এই চলচ্চিত্রের জন্য দৃশ্যটা খুবই গুরুত্বপূর্ণ। দীপিকা শুধু এখানে অভিনয়ই করছেন না, এই ছবির সহপ্রযোজকও তিনি।
বলিউড তারকাদের মধ্যে কানাডার নাগরিক অক্ষয় কুমার, শ্রীলঙ্কার জ্যাকুলিন ফারনান্দেজ, কানাডার নাগরিক সানি লিওনি, ব্রিটিশ নাগরিক আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ এবং মার্কিন পাসপোর্টধারী নার্গিস ফকরি ও ইমরান খানরা এবার লোকসভা নির্বাচনে ভোট দিতে পারছেন না। আগে এই তালিকায় ছিল দীপিকা পাড়ুকোনের নাম। কিন্তু এবার তিনি নিজেই জানালেন, ভোটার তালিকায় নাম আছে তাঁর।