অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ বুধবার সকালে শহর সমাজসেবা কার্যালয়, মেহেরপুর এর প্রশিক্ষণ কেন্দ্রে মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয় উদ্যোগে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে ডিজিটাল পেমেন্ট ও উপকারভোগীদের সচেতনতা শীর্ষক সেমিনার, অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামীম হাসান, জেলা প্রশাসক, মেহেরপুর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম, সভাপতি, সমন্বয় পরিষদ মেহেরপুর, জনাব স্বপন কুমার বিশ্বাস, জেলা একাউন্টস আ্যান্ড ফিনান্স অফিসার মেহেরপুর, জনাব মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইন চার্জ মেহেরপুর, সদর থানা ও শহর সমাজসেবা অফিসার সোহেল মাহমুদ। সঞ্চালনা করেন জনাব কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, উপপরিচালক (ভারপ্রাপ্ত), জেলা সমাজসেবা কার্যালয় মেহেরপুর। উক্ত সেমিনারে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সংরক্ষিত কাউন্সিলরগণ, পৌর সমাজকর্মী, অফিস সহকারী, শহর সমাজসেবার প্রশিক্ষক ও বিকাশ এর খুলনা বিভাগের এসিসটেন্ড ম্যানেজার জনাব মোঃ শফিকুল ইসলাম।