মেহেরপুর-মুজিবনগর মহাসড়কে অবৈধ স্থাপনা অপসারণ ও সৌন্দর্যবর্ধন এর জন্য মতবিনিময় সভা
মেহেরপুর-মুজিবনগর মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি ও দুর্ঘটনা হ্রাসের জন্য এসড়কে অবৈধভাবে রাখা ইট, বালু, খোয়া, পাটখড়িসহ অন্যান্য জিনিস অপসারণের জন্য দারিয়াপুর ইউনিয়ন পরিষদে বিকাল ৪:০০টায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, দারিয়াপুর, সকল ইউপি সদস্য এবং গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করা হয়। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মেহেরপুর-মুজিবনগর সড়কে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। উল্লেখ্য, মোনাখালী ইউনিয়ন পরিষদেও বিকাল ৫:০০ ঘটিকায় অনুরূপ সভা আয়োজন করা হয়। এসময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।