মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১০অক্টোবর) বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সনজিত পাল বাপ্পি আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা মেহেরপুর, ড. অশোক চন্দ্র বিশ্বাস, সদস্য সচিব বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা মেহেরপুর এবং পৌর সভাপতি বিশ্বনাথ সাহা, জয়দেব কুমার সাহা সদস্য, গদাধর দাস বাবাজি। প্রথমে মেহেরপুর শহর থেকে শুরু করে শ্রী শ্রী রাধা শ্যাম মন্দির, চাঁদবিল হালদার পাড়া পূজা মন্ডপ, আমঝুপী হালদার পাড়া পূজা মন্ডপ, বারাদী দাশ পাড়া পূজা মন্ডপ, গহরপুর দাশ পাড়া পূজা মন্ডপ, পিরোজপুর বারোয়ারী দুর্গা মন্দির, মহাজনপুর পূজা মন্ডপ, বাবুপুর পূজা মন্ডপ, রতনপুর পূজা মন্ডপ, বল্লভপুর পূজা মন্ডপ, দারিয়াপুর পূজা মন্ডপ, মোনাখালী পূজা মন্ডপ হয়ে বামনপাড়া পূজা মন্ডপে এসে শেষ হয়। জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সহিত কুশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।