মেহেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের মাশরুম চাষের প্রশিক্ষণের উদ্বোধন
মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মাশরুম চাষের উপর ৭ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বেড়পাড়া চিরসবুজ সংগঠনের প্রাঙ্গণে মাশরুম চাষের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম জাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাশরুম চাষের উদ্বোধন ঘোষণা করেন। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা সমির হাসান জোয়ারদার, চিরসবুজ সংগঠনের পরিচালক শারমিন আক্তার প্রমুখ। প্রশিক্ষণে এলাকার ৩০ জন মহিলা অংশগ্রহণ করছে।