মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবিতে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয় এরপরে হোটেল বাজার মোড়ে শেষ হয়। মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী। এই কর্মসূচির নেতৃত্ব দেন মেহেরপুর জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খাঁন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা মাহাবুবল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, বায়তুলমাল সেক্রেটারি জার্জিস হুসেইন,জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য গাংনী ২ আসনের সংসদ প্রার্থী নাজমুল হুদা, গাংনী উপজেলা আমীর ডাঃ রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, সাধারণ সম্পাদক খায়রুল বাশার, জেলা শিবির সভাপতি শাখাওয়াত হোসেন, জেলা সুরা পরিষদের সদস্য আল আমিন ইসলাম বকুল, সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।