মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে ঘরে রাখা মালামালসহ ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। শুক্রবার বিকেলে গাড়াবাড়ীয়া গ্রামের কাটু মিয়া, ইসকেন আলী ও সারথক আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় যুবক হাসানুজ্জামান জানান, বিকেলে কাটু মিয়ার ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে প্রতিবেশী ইসকেন আলী ও সারথক আলীর বসত ঘরে লাগে।
মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনজনের ঘর ও মালামাল পুড়ে যায়। কাটু মিয়ার রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।