মুজিবনগরে নতুন ঘর নির্মান কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক
মুজিবনগরে নতুন ঘর নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ মুহাম্মদ শাহীন ইমরান। বুধবার দুপুর ৩ টার সময় তিনি মহাজনপুর গ্রামে ৪ জন জমি এবং গৃহহীন মানুষকে দেওয়া প্রধানমন্ত্রী উপহার দূর্যোগ সহনীয় ঘর তৈরির অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম,মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম,মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু উপস্থিত ছিলেন। পরে তিনি মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন।