ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্ট্রাইকার উইলিস প্লাজাকে প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে দলে ভেড়াতে যাচ্ছে বসুন্ধরা কিংস। ভারতের আই লিগের শেষ মৌসুমে চার্চিল ব্রাদার্সের জার্সিতে ২০ ম্যাচে ২১ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন প্লাজা
ভালো খেলোয়াড় দলে নেওয়ার নেশা পেয়ে বসেছে বসুন্ধরা কিংসকে। দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নাম লিখিয়ে একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছে নবাগত ক্লাবটি। শুরুতেই দেশের ফুটবল সমর্থকদের সামনে হাজির করেছে কোস্টারিকার জার্সিতে রাশিয়া বিশ্বকাপ খেলা দানিয়েল কলিন্দ্রেসকে। এরপর দলের রক্ষণভাগের শক্তি বাড়ানোর জন্য জেরার্ড পিকের সতীর্থ হয়ে স্পেনের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা জর্জ গোটরকে এনেছে। এবার মধ্যবর্তী দলবদলে ঢাকায় নিয়ে আসছে ভারতীয় আই লিগের শেষ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্ট্রাইকার উইলিস প্লাজাকে।
শেষ দুই মৌসুমে ভারতের আই লিগে খেলছেন প্লাজা। গত মৌসুমে চার্চিল ব্রাদার্সের জার্সিতে ২০ ম্যাচে এক হ্যাটট্রিকসহ ২১ গোল করে যৌথভাবে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আগের মৌসুমে ইস্ট বেঙ্গলের হয়ে ২০ ম্যাচে করেছিলেন ১১ গোল। গোলের রাস্তাটা ভালোই চেনা আছে ৩১ বছর বয়সী স্ট্রাইকারের। আর এমন একজন নম্বর নাইন-ই খুঁজছিলেন বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান। তবে প্লাজাকে চূড়ান্ত করার আগে বাছাই পরীক্ষা দিতে হবে দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের কাছে। স্প্যানিশ কোচের কাছে পাস মার্ক পেলেই ৩১ বছর বয়সী ত্রিনিদাদ স্ট্রাইকারের গায়ে উঠবে বসুন্ধরার জার্সি, ‘প্লাজা আগামীকাল অথবা পরশু ঢাকায় চলে আসবে। আই লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া ছাড়াও সে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জাতীয় দলের স্ট্রাইকার। সুতরাং ওর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবুও তাকে চূড়ান্ত করার আগে আমরা ট্রায়ালে দেখতে চাই।’ বলেন বসুন্ধরা সভাপতি।
জাতীয় দলের জার্সিতে ২৮ ম্যাচে প্লাজার নামের সঙ্গে আছে ৬ গোল। গত মাসের ২০ তারিখে ওয়েলসের বিপক্ষেও খেলেছেন ৪৫ মিনিট। আর প্লাজা দলে চূড়ান্ত হলে বাদ পড়তে হবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস ভিনিসিয়ুসকে। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার লিগে ৬ ম্যাচ খেলে করেছেন ৭ গোল। কিন্তু যে মানের স্ট্রাইকার খুঁজছেন ক্লাব কর্তারা, সেখানে কিছুটা পিছিয়ে ভিনিসিয়ুস। তাই নতুন স্ট্রাইকারের খোঁজ। লিগের প্রথম পর্ব শেষে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৪ পয়েন্ট কম নিয়ে আবাহনী আছে দ্বিতীয় স্থানে।