বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ডেভেলপার সার্কেল কমিউনিটি পুরস্কার পেয়েছে ঢাকা।যুক্তরাষ্ট্রে ফেইসবুকের প্রধান কার্যালয়ে দুই দিনের গ্লোবাল সামিট অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রথম দিনের সম্মেলন শেষে ওই পুরস্কার দিয়েছে ফেইসবুক।ঢাকার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ঢাকা চ্যাপ্টারের লিড আরিফ নিজামী।দুই দিনের সম্মেলনে ফেইসবুকের ডেভেলপার এবং ইঞ্জিনিয়ারিং টিমসহ অনেক কর্মকর্তা যোগ দেন।সম্মেলনে প্রথম দিনের শেষভাগে ছিল ফেইসবুক ডেভেলপার সার্কেল অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এতে সব দেশগুলোকে পাঁচটি অঞ্চলে ভাগ করে সেরা উদ্যোগগুলোকে পুরস্কৃত করা হয়েছে।অঞ্চলগুলোর একটি সাউথ ও মিডিল এশিয়া রিজিয়নে ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, কিরিজিস্তানকে পিছনে ফেলে বাংলাদেশের ঢাকা চ্যাপ্টার জিতে নেয় স্পিরিট অফ ডেভেলপার সার্কেল পুরস্কার।মার্চে নারী দিবস উপলক্ষে করা ‘ইনোভেট ফর চেঞ্জ’ হ্যাক ডে আয়োজনের এই পুরস্কার দেয়া হয়েছে। এই আয়োজনে অংশ নেয় ৫০ নারী।ফেইসবুক ডেভেলপার সার্কেল হচ্ছে ফেইসবুকের ডেভেলপার ও স্টার্টআপদের জন্য প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ফেইসবুক নানা ধরনের সহযোগিতা করে থাকে। ফেইসবুক ডেভেলপার সার্কেল ঢাকা ২০১৬ সালে কাজ শুরু করে, তবে ২০১৭ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা হয়।ফেইসবুক ডেভেলপার সার্কেল গ্লোবাল সামিটের দুই দিন পর ফেইসবুক হ্যাকাথন ও দুই দিনের বার্ষিক সম্মেলন এফ৮ আয়োজন শুরু হচ্ছে, যা শেষ হবে ২ মে।এফ৮ সম্মেলনে মার্ক জুকারবার্গ ফেইসবুকের নানান নতুন উদ্যোগ ঘোষণা করবেন।