সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুসংবাদ। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নন-ক্যাডারে এক হাজার ৫৯৭ জনকে নিয়োগ দেবে পিএসসি। এ লক্ষ্যে পিএসসির ওয়েবসাইট ও বিভিন্ন দৈনিকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্মানজনক এ চাকরি করতে আগ্রহী হলে আবেদন করতে পারেন আজই। তার আগে বিজ্ঞপ্তিতে চোখ বুলিয়ে নিন একবার। মিলিয়ে নিন যোগ্যতার মাপকাঠি।
কোন পদে কতজন
৫২ ধরনের পদে এক হাজার ৫৯৭ জনকে নিয়োগ দেয়া হবে। নিচে বিজ্ঞপ্তির ক্রমানুযায়ী পদসংখ্যা ও বেতন সম্পর্কে বিস্তারিত দেয়া হলো।
ইনস্ট্রাক্টর (বিজ্ঞান) পদে ২০ জনকে নেয়া হবে। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
ইনস্ট্রাক্টর (কৃষি) পদে ২৫ জনকে নিয়োগ দেয়া হবে। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
সহকারী প্রকৌশলী (পুর) পদে নিয়োগ দেয়া হবে ২৫ জনকে। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
ইনস্ট্রাক্টর (শারীরিক শিক্ষা)
পদ সংখ্যা: ৯
বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
ইনস্ট্রাক্টর (চারু ও কারুকলা)
পদ সংখ্যা: ১৮
বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
পদ সংখ্যা: ৬৪
বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
বয়লার পরিদর্শক
পদ সংখ্যা: ২
বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
ডকুমেন্টেশন অফিসার
পদ সংখ্যা: ১
বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
সহকারী পরিচালক (খনি প্রকৌশল)
পদ সংখ্যা: ১
বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ২০৮
বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
সহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদ সংখ্যা: ৩
বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
সহকারী প্রকৌশলী (পুর)
পদ সংখ্যা: ১৪
বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যা: ১
বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী
পদ সংখ্যা: ৩
বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
সহকারী স্থপতি
পদ সংখ্যা: ১
বেতন: স্কেল: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
সিনিয়র কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১
বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।
উপসহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ১৭২
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
উপসহকারী প্রকৌশলী (পুর)
পদ সংখ্যা: ১৭২
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
উপসহকারী প্রকৌশলী/নকশাকার (উপ-সহকারী প্রকৌশলী)
পদ সংখ্যা: ২৬৩
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
ব্যক্তিগত কর্মকর্তা
পদ সংখ্যা: ২৯
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
ম্যানেজার (প্রেস)
পদ সংখ্যা: ১
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
প্রশাসনিক কর্মকর্তা
পদ সংখ্যা: ১
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
প্রশাসনিক কর্মকর্তা
পদ সংখ্যা: ২৪ (পররাষ্ট্র মন্ত্রণালয়)
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
ব্যক্তিগত কর্মকর্তা(পররাষ্ট্র মন্ত্রণালয়)
পদ সংখ্যা: ২৩
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
রিসোর্স শিক্ষক
পদ সংখ্যা: ৪৫
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
সুপারিনটেনডেন্ট
পদ সংখ্যা: ৩
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
ক্যামেরাম্যান (মুভি)
পদ সংখ্যা: ১
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
ক্যামেরাম্যান (স্টিল)
পদ সংখ্যা: ১
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
আর্টিস্ট
পদ সংখ্যা: ১
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার-কাম কোয়ালিটি কন্ট্রোল অফিসার
পদ সংখ্যা: ১
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা
হিয়ারিং এইড টেকনিশিয়ান
পদ সংখ্যা: ২
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
টিচিং এইড টেকনিশিয়ান
পদ সংখ্যা: ১
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
উপসহকারী প্রকৌশলী (পূর্ত)
পদ সংখ্যা: ১
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদ সংখ্যা: ২৫
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
এস্টিমেটর (পুর)
পদ সংখ্যা: ২০
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
এস্টিমেটর (তড়িৎ)
পদ সংখ্যা: ৭
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
নকশাকার (ড্রাফটসম্যান)
পদ সংখ্যা: ২২
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
ডিপ্লোমা নার্স
পদ সংখ্যা: ৩২
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
উপসহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশল)
পদ সংখ্যা: ১৩
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা
ডেটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার
পদ সংখ্যা: ১
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
সিনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যা: ৭
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক
পদ সংখ্যা: ৩২৯
বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।
সিনিয়র ইনস্ট্রাক্টর (ট্রেড)
পদ সংখ্যা: ১ (বৃত্তিমূলক, বাণিজ্যিক, শিল্প ও নকশা শাখা)
বেতন: ১২ হাজার ৫০০ – ৩০ হাজার ২৩০ টাকা।
সিনিয়র ইনস্ট্রাক্টর (ট্রেড)
পদ সংখ্যা: ১ (হস্তশিল্প ও সমজাতীয় প্রশিক্ষণ শাখা)
বেতন: ১২ হাজার ৫০০ – ৩০ হাজার ২৩০ টাকা।
সিনিয়র ইনস্ট্রাক্টর (ট্রেড)
পদ সংখ্যা: ১ (দফতর বিজ্ঞান শাখা)
বেতন: ১২ হাজার ৫০০ – ৩০ হাজার ২৩০ টাকা।
রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধায়ক
পদ সংখ্যা: ১
বেতন: ১২ হাজার ৫০০-৩০ হাজার ২৩০ টাকা।
আবেদনের নিয়ম
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। পিএসসি নন-ক্যাডার পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা Teletalk BD. Ltd. অথবা (http://bpsc.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ভবন Address: (www.bpsc.gov.bd)-এর মাধ্যমে নির্ধারিত নন-ক্যাডারের নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমেও আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়
১৮ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। ২৭ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফরম পূরণ করা প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে পারবেন। ফি জমা না দিয়ে আবেদন অপূর্ণাঙ্গ রয়ে যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগ পরীক্ষা
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এসব পরীক্ষা সময় ও তারিখ পরে জানানো হবে। বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ১১-১৬ ও ১৮-২৬ এর পদগুলো ৯ম গ্রেডের টেকনিক্যাল পদ; প্রার্থীদের বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ে-৮০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ১৭-এর পদটি ৯ম গ্রেডের নন-টেকনিক্যাল পদ; প্রার্থীদের বাংলা-৫০, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান-৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা বিষয়ে-৬০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ২৭, ২৮, ৩৪-৩৭, ৩৯-৫২-এর পদগুলো ১০ম গ্রেডের টেকনিক্যাল পদ; প্রার্থীদের বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ে-৮০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৫০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ২৯-এর পদটি ১০ম গ্রেডের নন-টেকনিক্যাল পদ; প্রার্থীদের বাংলা-৩০, ইংরেজি-৩০, সাধারণ জ্ঞান-২০ এবং গণিত বিষয়ে-২০ নম্বরসহ সর্বমোট ১০০ নম্বরের ৯০ মিনিটের লিখিত পরীক্ষা এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ৩০-এর পদটি ১০ম গ্রেডের নন-টেকনিক্যাল পদ; প্রার্থীদের বাংলা-৭৫, ইংরেজি-৭৫, সাধারণ জ্ঞান-২৫ এবং গণিত বিষয়ে-২৫ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ৩ ঘণ্টার লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৫ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ৩১ ও ৩৩-এর পদগুলো ১০ম গ্রেডের নন-টেকনিক্যাল পদ; প্রার্থীদের বাংলা-৫০, ইংরেজি-১০০, সাধারণ জ্ঞান-২৫ এবং গণিত বিষয়ে-২৫ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ৩ ঘণ্টার
লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৫ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ৩২-এর পদটি ১০ম গ্রেডের নন-টেকনিক্যাল পদ; প্রার্থীদের বাংলা-২০, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান-১৫ এবং গণিত বিষয়ে-১৫ নম্বরসহ সর্বমোট ১০০ নম্বরের ৯০ মিনিটের লিখিত পরীক্ষা এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
পরীক্ষার ফি
প্রতিটি পদের জন্য আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ৫০০ টাকা ফি জমা দিতে হবে। টেলিটক নম্বর থেকে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে এ টাকা জমা দিতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি পাওয়া যাবে www.bpsc.gov.bd ওয়েবসাইটে।