ধান, পাট, গম, ভূট্টাসহ কৃষি মূল্যের পুনর্মূল্যায়ন করার দাবি জানিয়েছে জাতীয় কৃষক সমিতি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসুচিতে সংগঠনটির নেতারা বলেন, ধান মনপ্রতি ১১০০ টাকা, চিকন ধান মন প্রতি ১৩০০ টাকা, ভূট্টা মন প্রতি ১০০০ টাকা, গম মনপ্রতি ১৩০০ টাকা, পাট মনপ্রতি ৩০০০ টাকা দিতে হবে।
বক্তারা আরো বলেন, প্রতি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র খুলতে গবে। সরাসরি খাদ কৃষকদের নিকট থেকে ধান, গম, ভূট্টা, পাট ক্রয় করতে হবে। মধ্যস্বত্ত্বভোগীদের স্বার্থ নয়-সরকারি উদ্যোগে কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। সরকাকে কৃষি পণ্যের লাভজনক মূল্য নির্ধারণ করতে স্থায়ী মূল্য কমিটি গঠন করতে হবে।
জাতীয় কৃষক সমিতির কার্যকরি সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরিন আখতার, সংগঠনের সাধারণ সম্পাদক কৃষক নেতা আমিনুল ইসলাম গোলাপ, সাংগঠনিক সম্পাদক করম আলী, প্রচার ও প্রাকশনা সম্পাদক মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি সভাপতি আবুল হোসাইন, জাতীয় নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার প্রমুখ।