সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সবুজ আন্দোলন মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক নিলুফার ইয়াসমিন রুপাকে কীর্তিমান নারী সম্মাননা-২০২১ দিয়েছে ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস। আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করে সংস্থাটি। ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও মানবাধিকার আন্দোলনের নেত্রী সংসদ সদস্য অ্যারোমা দত্ত। ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য অ্যারোমা দত্ত বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আন্তর্জাতিক নারী দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। নারীসমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতা সৃষ্টির জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলো কাজ করছে। ফলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নারী নেতৃত্ব আরো বেশি অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।