চীনা জায়ান্ট হুয়াওয়ে তাদের অন্যতম শক্তিশালী চিপসেট কিরিন ৯৮৫ বেশি পরিমাণে উৎপাদনে যাবে চলতি বছরেই।হুয়াওয়ের সাপ্লাই চেইনের এক সূত্র জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকেই প্রতিষ্ঠানটি পুরোদমে চিপসেটটি উৎপাদনে যাবে।চিপসেটটিতে টিএসএমসি ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।সেই সূত্রটি বলছে, এখন পর্যন্ত কিরিন ৯৮৫ চিপসেটটি ডিজাইন স্টেজে রয়েছে। তবে ৭ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেটটি দ্বিতীয় প্রান্তি থেকে উৎপাদন শুরু হবে।কিরিন ৯৮৫ চিপসেটে ফাইভজি মডেম থাকবে কিনা তা এখনো নিশ্চিত জানা যায়নি।হুয়াওয়ের যে ফাইভজি রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, সেখানে বলা হয়েছে প্রতিষ্ঠানটি চলতি বছরের অক্টোবরে একটি ফাইভজি ফোন উন্মোচন করবে। সেই হিসাবে দেখা যাচ্ছে, হুয়াওয়ে মটে ৩০ সিরিজটি যখন বাজারে আসবে তখন সেই শিপমেন্ট সময়সীমা থাকছে একই।যদিও মেট ৩০ সিরিজটিই হতে যাচ্ছে এখনকার হিসেবে প্রথম কিরিন ৯৮৫ চিপসেটের হ্যান্ডসেট।