শ্রীমঙ্গল থেকে ফিরে এম.সোহেল রানাঃ কালাচাঁদপুর ভ্রমণ কমিটি এবার সিলেট ভ্রমণে এই শিরোনামে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুর থেকে প্রতি বছরের ন্যায় “৩য় বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২১” ৪০জন সদস্য নিয়ে সিলেটের বিভিন্ন দর্শনিয় স্থান দর্শন করে হয়েছে।
“ কালাচাঁদপুর ভ্রমণ কমিটির আনন্দ ভ্রমণ-২০২১ অনুষ্ঠিত, আনন্দ ভ্রমণের শেষ দিন, আগামী বছরে ভ্রমণে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ”
শনিবার (১৩ফেব্রুয়ারি-২১) সকাল ৮টার সময় মাধবকুন্ড জলপ্রপাত দর্শণ পরে শ্রীমঙ্গল চা বাগান, বধ্যবিহার১৯৭১, লালপাহাড় দর্শণের মধ্য দিয়ে সিলেট দু’দিনের আনন্দ ভ্রমণের কার্যক্রম সমাপ্ত করা হয়। ২দিনের আনন্দ ভ্রমণের ১ম দিনে হযরত শাহ জালাল’র মাজার জিয়ারত দিয়ে সিলেট সফরের আরম্ভ করা হয়। এরপর শাহ পরানের মাজার দর্শন তারপর তামাবিল ও জাফলং ভ্রমণ করে মাধবকুন্ডে আবাসিক হোটেলে রাত্রি যাপন করা হয়। ২য় দিনে মাধবকুন্ড জলপ্রপাত, শ্রীমঙ্গল চা বাগান, লালপাহাড় আরোও কিছু দর্শনিয় স্থান দর্শন করে ১৩ফেব্রুয়ারি-২১ইং আনন্দ ভ্রমণের সমাপ্ত টানা হয়। এবং মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। কমিটির কর্ণধার ও ভ্রমণ পরিচালক মোঃ আহসান হাবিব ও এম.সোহেল রানা এ কথা জানান। আগামী বছরে কোন এক জেলার দর্শনীয় স্থান নির্ধারণ করা হবে। সেই সফরে সকল সদস্যকে অংশগ্রহণ করার আহবান জানান ভ্রমণ কমিটির পরিচালক বৃন্দ।