সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের ০৪ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ কামাল হোসেন তালুকদার, পরিচালক IMED, জনাব মোঃ মিজানুর রহমান, প্রকল্প পরিচালক ও যুগ্ম-নিবন্ধক বিভাগীয় সমবায় কার্যালয় খুলনা, জনাব সৈয়দ জসীম উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা খুলনা, জনাব প্রভাষ চন্দ্র বলা, জেলা সমবায় কর্মকর্তা মেহেরপুর জনাব মনিরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মেহেরপুর সদর, জনাব রোকনুজ্জামান তুষার সহকারী প্রশিক্ষক, জেলা সমবায় কার্যালয় মেহেরপুর ও জনাব মোস্তাফিজুর রহমান, ফ্যাসিলিটেটর,উপজেলা সমবায় কার্যালয়, মেহেরপুর সদর। উল্লেখ্য, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী, অধ্যাপক ফরহাদ হোসেন এমপির একান্ত প্রচেষ্টায় এই প্রকল্পের মাধ্যমে মেহেরপুর সদর উপজেলার ১৪০০ পরিবার জনপ্রতি এক লক্ষ পাঁচ হাজার টাকা করে মোট ১৪,৭০,০০,০০০) ঋণ পেয়ে গরু পালনের মাধ্যমে ভাগ্যের উন্নয়ন ঘটাচ্ছে।